ইংরেজিতে প্রত্যয়ন পত্র লেখার নিয়ম


Loading...


প্রত্যয়ন পত্র লেখার আসলে সেইরকম  কোনো নিয়ম নাই।  যে যেভাবে পারে সে সেইভাবেই লিখে। তবে আমি দেখিছি যে সবাই-ই প্রায় সেইম ফরমেট ইউজ করে। আমি সেই ফরমেটটি দিচ্ছি। যেহেতু আপনি ইংরেজি প্রত্যয়ন পত্রের নিয়ম জানতে চেয়েছেন সেহেতু আগে কিছু সিম্পল নিয়ম বলি। পরে একটা ডেমো দিচ্ছি।

আমি আগেই বলেছি যে ধরাবাধা কোনো নিয়ম নাই এটা লেখার জন্য তবুও ২/৩ নিয়ম হলঃ
  1. প্রত্যয়ন পত্র লেখার সময় সবলেখা একই ফরমেট অর্থাৎ ডান দিক থেকে শুরু করতে হবে।
  2. এইটা লেখার সময় আমেরিকার স্টাইলটা ফলো করা বেটার।
  3. যদি আপনি কোনো স্কুল থেকে প্রত্যয়ন পত্র নেন তাহলে হেড স্যারের বা প্রিন্সিপাল স্যারের সাইন করে নিবেন।
আর একটা ইংলিশ প্রতয়ন পত্র হলঃ
Date:
To:
Ref:
This is to certify that [Your name], father: [your father’s name], mother: [your name] is a regular student of [your school name]. He/She is a student of class: [your class], Roll: [your Roll or ID number] ,section:[your section] and [year] season. As far as I know, his/her behavior is good.
I wish him every success in life.
[principal’s signature]
আসলে এইটাই হল বেসিক একটা ফরমেট। অনেকে এই ফরমেটকে এডিট করে নিজে নিজে প্রত্যয়ন পত্র বানায়।
ধন্যবাদ
আমি আপনাদের জন্য কিছু ইংরেজি প্রত্যয়ন পত্রের ডিজাইন দিয়ে দিলামঃ
image
rupuad
image
image
আর কোনো প্রশ্ন থাকলে করতে করতে পারেন  অথবা কমেন্ট করতে পারেন।



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *