এক মিলিয়ন ইউরো সমান কত টাকা?


Loading...


সম্প্রতি করোনা ভাইরাসের জন্য অনেক দেশই ১ মিলিয়ন ইউরোর তহবিল ঘোষনা করছে। আমাদের দেশের প্রাইমারী কারেন্সি ইউরো না হওয়ার জন্য আমরা এর পরিমান উপলদ্ধি করতে পারি না।

সাধারণত আমরা ডলারের সাথে যত না পরিচিত ইউরোর সাথে ততটা পরিচিত না। এর একটা কারণ হতে পারে ইউরো আমাদের দেশে ডলার মত পরিচিত না।  আজকে আমরা আলোচনা করবো ১ মিলিয়ন ইউরো সমান কত টাকা।

এক মিলিয়ন ইউরো সমান কত টাকা?

ইউরো সাধারণত ইউরোপিয়ান দেশগুলোর জেনারেল কারেন্সি। ইউরোর কারেন্সি রেট বেশ ভালো করেই উঠা নামা করে। করোনা ভাইরাসের আগে ইউরোর কারেন্সি রেট ছিলো ৯৪ টাকা । এর পর তা বাড়তে বাড়তে ১০৩ টাকায় ঠেকছে।

নিচের ছবিতে দেখুন ইউরোর কি পরিমান রেট বাড়ছে।

১মিলিয়ন ইউরো

এখন ১ ইউরো সমান ১০৩.৩৪ টাকার মত। ১ মিলিয়ন ইউরো সমান ১০,০০,০০০ ইউরো বা দশ লাখ ইউরো। তাইলে ১ মিলিয়ন ইউরো সমান 10,10,26,827.40 টাকা। কথায় দাঁড়ায় দশ কোটি দশ লাখ ছাব্বিশ হাজার আটশ সাতাশ টাকা চল্লিশ পয়সা।

কিভাবে ১ মিলিয়ন ইউরো আয় করবেন?

শুনে হাসি আসতে পারে। কিন্তু না, ১ মিলিয়ন ইউরো আয় করা অনেক ইজি আবার অনেক টাফ। ইজি কাদের জন্য জানেন? যারা সুন্দর আইডিয়া তৈরি করতে পারে। আর কাদের জন্য টাফ জানেন? যারা কোনো আইডিয়া তৈরি করতে পারে না। উদাহরণ হিসেবে আমাদের দেশের পাঠাও এর কথাই বলা যায়।। জাস্ট সিম্পল একটা আইডিয়া আর একটা এপ দিয়ে শুরু করেছিলো । এখন সেইটা কয়েক মিলিয়ন ইউরো এর কোম্পানি। তাহলে আর দেরি কেন? এখনই আইডীয়া জেনারেট করতে শুরু করে দিন।

আর হ্যা, কি কি আইডীয়া তৈরি করতে পারলেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে আমাদের কমেট

আপনার কাছে যদি এমন কোনো ভাল আইডিয়া থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমরা আপনার আইডিয়া নিয়ে আপনার আলোচনা করতে আগ্রহী। আমাদের জানাতে নিচে কমেন্ট করুন অথবা ফেসবুকে মেসেজ দিন।

আপনার কাছে যদি এমন কোনো ভাল আইডিয়া থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমরা আপনার আইডিয়া নিয়ে আপনার আলোচনা করতে আগ্রহী। আমাদের জানাতে নিচে কমেন্ট করুন অথবা ফেসবুকে মেসেজ দিন।

আরো পড়ুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *