Communication hacks (কমিউনিকেশন হ্যাকস) bangla pdf download


Loading...


Communication hacks (কমিউনিকেশন হ্যাকস) bangla pdf download
Communication hacks

▪ Communication hacks/কমিউনিকেশন হ্যাকস →বুক_রিভিউ,

▪বই : Communication hacks bangla pdf/  কমিউনিকেশন হ্যাকস

▪লেখক :- aymansadiq. sadiq pdf books→আয়মান সাদিক ও Sadman sadiq→সাদমান সাদিক।

▪পৃষ্ঠা :- ১৪৫। 

▪সাইজ:- ৭৪এম্বি। 

▪পাঠক রিভিউ(১) : – 

▪’কমিউনিকেশন হ্যাকস ‘ আমার পড়া এ বছরের সেরা ও অন্যতম বইগুলোর মধ্যে একটি। বইটি বাস্তব জিবনে যোগাযোগের ক্ষেত্রে ভাষা ও আচারণগত যে ভুলগুলো আমরা করে থাকি তা থেকে সাচ্ছন্দ্যই শিক্ষা নেওয়া, এবং চমৎকার ভাবে উপস্থাপন করে লেখা শিক্ষামুলক একটি বই। বইটি পড়ার আগে মনে হতো কমিউনিকেশন স্কিল কী বা ভালো হবে।

▪ বইটি পড়ার পর মনে মনে ভাবি দৈনন্দিন আমরা কতটা-না ভুল করে থাকি, সেটা প্রমাণিত হয়েছে। অনেক সময় এই কমিউনিকেশনের দক্ষতার অভাবে যে ক্ষতিগুলো হয় তা বুঝে উঠার আগেই হয়ে যায়। সেগুলো থেকে মুক্ত থাকার সহজ সাবলীল ভাষায় বাস্তবতার সাথে মিল করে বণর্ণা করা হয়েছে। 

▪আর মজার পার্ট হচ্ছে আমরা যে সামাজিক যোগাযোগের মাধ্যম ইউজ করি যেখানে কতটা গুছিয়ে কথা বললে একটি মানুষের দৃষ্টি অাকর্ষন ও তার মনের মাঝে সুপ্রসন্ন ভাব চলে আসবে তা বইটিতে সুক্ষভাবে প্রতীয়মান হয়েছে। 

▪তাই আয়মান সাদিক ও সাদমান সাদিক ভাইয়াকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। অনলাইন প্লাটফর্মে শিক্ষার ব্যাপক প্রসার ও সহজপ্রাপ্যতা সুনিশ্চিত করার পাশাপাশি Communication hacks এর মত এমন   শিক্ষামুলক বই লেখার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কমিউনিকেশনের ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা দূর করে নিজেকে যুগোপযোগী করে তোলার ক্ষেত্রে বইটির কোন তুলনা নেই, এবং তাই সকলের উচিত বইটি পড়া। ♥♥♥♥♥♥♥

▪Communication hacks/কমিউনিকেশন হ্যাকস →পাঠক রিভিউ(২):-     ‌

# আপনি কী কোন সম্পর্কে জড়িয়ে আছেন? জানতে চান সম্পর্কটি বিয়ে পর্যন্ত গড়াবে কি না? কিংবা বিয়ে টিকবে কি না? ‌

# ‘Tom and Jerry’  বিশ্বে জনপ্রিয়তার তুঙ্গে,কারণ কী জানেন? ‌

# রেস্টুরেন্টে Extra সস চায়তে সংকোচে ভুগেন ? Extra চাওয়া কিন্তু মোটেও খারাপ না।

‌#গুটিবাজি iDEA চান? কে না চায় বলেন! ‌#পেন্সিল আর রাবার একই সাথে ব্যাবহার করছেন নাতো?

‌# বড় নেতারা হাজার হাজার মানুষকে শুধু কথা দিয়ে কীভাবে  কুপোকাত করে ভেবেছেন ?

‌#অনেকের ভিড়ে হারিয়ে যেতে না চায়লে,জীবনটা সুন্দরভাবে সাজাতে চায়লে প্রত্যেকেরই এই মস্তিষ্কচাঙ্গাকারী বইটি একবার হলেও পড়া উচিত। শুধুমাত্র Communication Skill দিয়ে অনেক দূর যাওয়া যায় যদি কৌশলটি রপ্ত করা যায়।আর জজ বার্নাড’শ এর উক্তিটি মনে  আছে তো? – “Life isn’t about finding yourself. Life is about creating yourself”

#Students hacks+কমিউনিকেশন হ্যাকস। …….   ▪বর্তমান বিশ্বে সবচেয়ে  শক্তিশালী হাতিয়ার হল

“communication Skill”। আর কর্পোরেট যুদ্ধে তীক্ষ্ণ হাতিয়ার ছাড়া ক্ষত বিক্ষত হতে হবে বারংবার।আপনার হাতিয়ারটি শাণিত করতে এই বছর(২০২০ ফেব্রুয়ারি) প্রকাশিত উক্ত বইটির জুড়ি নেই।

▪বইটি আর দশটি বইয়ের মতো না যে পড়ে শেষ করলাম মজা নিলাম খেলা শেষ।বইটি পড়ে প্রতিটা Hacks নিজের জীবনে প্রয়োগ করতে পারার মধ্যেই সার্থকতা। বইটির সুফল পেতে হলে একবারে সব স্টেপ Try না করে প্রতিদিন বা প্রতি সপ্তাহে অন্তত ২/৩ টি নতুন Hacks চর্চা করুন।মনে রাখবেন “Self-development  is a way of life having no destination ” 

▪অবশেষে বলতে চাই পাঠকের সারিতে অামি নেহাতি নবজাতক।আয়মান ভাই কিংবা সাদমান ভাইয়ের বই Review তো দূরের কথা তাদের মুখের হাসির মূল্য আমার থেকে অনেক বেশি। নিজের ভাষায় নিজের অনুভূতি প্রকাশের ক্ষুদ্র এই চেষ্টা কিছুটা হলেও সার্থক হবে যদি একজনও এই Post টি পড়ার পর উক্ত বইটি পড়ার ইচ্ছা পোষণ করেন।ভুল ত্রুটি ক্ষমা করবেন।

#So never stop learning…….  

▪Communication hacks bangla pdf→পাঠক রিভিউ(৩):-   

▪আমাদের নিত্য দিনের অনেক ছোট খাটো দিন নিয়ে এই বইটা লেখা, বইটা লিখতে যে ব্যাপক অ্যানালাইসিস ও গবেষণা করতে হয়েছে এ নিয়ে কোন সন্দেহ নাই। কমিউনিকেশন নিয়ে অনেক বই পাওয়া যাবে। ইভেন আমার নিজেরও “কমিউনিকেশন স্কিল” নামের বই রয়েছে, তবে মজার ব্যাপার হচ্ছে দুইটা বইয়ে মনে হয় একটা লাইনও মিল নাই।  

▪আমাদের নিত্যদিনের চলার পথে মানুষের নানান আচরণগুলোকে পর্যবেক্ষণ করে সেগুলোকে থিওরির সাথে মিলিয়ে বইটা লেখা হয়েছে। একদম পরিবার, পরিজন, বন্ধুবর, আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল ক্ষেত্রে কিভাবে সরলভাবে যোগাযোগ করতে হবে, তা রয়েছে বইটিতে।  

▪কর্পোরেট কমিউনিকেশন হ্যাকস নিয়েও রয়েছে শতাধিক টিপস। প্রতিটা কথা উপযুক্ত ফ্যাক্টস এন্ড ফিগারস দিয়ে বলা হয়েছে, কাজেই কোন অস্পষ্টতা মনে হয়নি। ই-মেইল রাইটিং এর উপর লেখগুলোও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

▪বইয়ের ভালো দিক হইলো, কমিউনিকেশনের যেসব হ্যাকস এই বইয়ে আছে, তা একদম বাস্তব, জীবন থেকে নেয়া, কোন বিদেশী বইয়ের সাথে মিল পাওয়া যাবে না।  

▪Communication hacks বইটা কালার করায়, দেখতে শুনতেও বেশ ভালো হয়েছে। বইয়ে প্রতিটি স্টেটমেন্টের সাথে উদাহরন রয়েছে। কনভারসেশন রয়েছে, যেগুলো থেকে পুরো ব্যাপারটা বুঝতে সহজ হয়েছে। বইয়ের রিভার্স সাইকোলজি হ্যাকস, ইলুশন অফ চয়েজ, স্টিকি কমিউনিকেশন, ইমোটিকনে কমিউনিকেশন এই জিনিসগুলো নতুন ছিলো।  

▪বইয়ের একটা জিনিস যেটা লেখকদ্বয় পরবর্তী এডিশনে বিবেচনা করতে পারেন, তা হলো সূচীপত্র। বইয়ের ধারাবাহকতাটা নিয়ে আরেকটু কাজ করলে আরো জমতো।       

▪পাঠক রিভিউ(৪) Communication hacks/কমিউনিকেশন হ্যাকস  bangla pdf book:-  

▪’কমিউনিকেশন হ্যাকস ‘/Communication hacks আমার পড়া এ বছরের সেরা ও অন্যতম বইগুলোর মধ্যে একটি। বইটি বাস্তব জিবনে যোগাযোগের ক্ষেত্রে ভাষা ও আচারণগত যে ভুলগুলো আমরা করে থাকি তা থেকে সাচ্ছন্দ্যই শিক্ষা নেওয়া, এবং চমৎকার ভাবে উপস্থাপন করে লেখা শিক্ষামুলক একটি বই। বইটি পড়ার আগে মনে হতো কমিউনিকেশন স্কিল কী বা ভালো হবে। বইটি পড়ার পর মনে মনে ভাবি দৈনন্দিন আমরা কতটা-না ভুল করে থাকি, সেটা প্রমাণিত হয়েছে। 

▪অনেক সময় এই কমিউনিকেশনের/Communication hacks দক্ষতার অভাবে যে ক্ষতিগুলো হয় তা বুঝে উঠার আগেই হয়ে যায়। সেগুলো থেকে মুক্ত থাকার সহজ সাবলীল ভাষায় বাস্তবতার সাথে মিল করে বণর্ণা করা হয়েছে। আর মজার পার্ট হচ্ছে আমরা যে সামাজিক  যোগাযোগের মাধ্যম ইউজ করি যেখানে কতটা গুছিয়ে কথা বললে একটি মানুষের দৃষ্টি অাকর্ষন ও তার মনের মাঝে সুপ্রসন্ন ভাব চলে আসবে তা বইটিতে সুক্ষভাবে প্রতীয়মান হয়েছে। 

▪তাই আয়মান সাদিক ও সাদমান সাদিক ভাইয়াকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। অনলাইন প্লাটফর্মে শিক্ষার ব্যাপক প্রসার ও সহজপ্রাপ্যতা সুনিশ্চিত করার পাশাপাশি এমন শিক্ষামুলক বই লেখার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কমিউনিকেশনের ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা দূর করে নিজেকে

▪যুগোপযোগী করে তোলার ক্ষেত্রে বইটির কোন তুলনা নেই, এবং তাই সকলের উচিত বইটি পড়া।

▪ Communication hacks/কমিউনিকেশন হ্যাকস বই bangla pdf ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করুন।      

Size:- 74MB

Download

  বিঃদ্রঃ বইটি studyaider.com থেকে সংগ্রহ করা হয়েছে।   

▪বিঃদ্রঃ Communication hacks এ-র মত এতো ভালো একটি বই ক্রয় করতে কি সমস্য?  বইটির হার্ড কফি কিনুন:- 

rokomari.com

Boibazar.com

আয়মান সাদিক 10minuteschool.com   এ-র প্রতিষ্ঠাতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *