ফজরের নামাজ কত রাকাত ও কি কি?ফজরের নামাজের সময়,নিয়ম ও নিয়ত


Loading...


ফজরের নামাজ দিনের শুরুর নামাজ। আজকে আমরা ফজরের নামাজের নিয়ত, ফজরের নামাজ কত রাকাত , ফজরের নামাজের সময় ও ফজরের নামাজের ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ।

ফজরের নামাজ দিনের ৫ ওয়াক্ত নামাজের  মধ্যে একটা নামাজ। এই নামাজ ফরজ নামাজ। ফজরের  নামাজের বিস্তারিত আলোচনা নিন্মে করা হল।

 

ফজরের নামাজ কয় রাকাত

 

প্রথমেই আমরা দেখি ফজরের নামাজ কয় রাকাত?

ফজরের নামাজ মোট ৪ রাকাত(চার রাকাত)। এর দুই রাকাত হল সুন্নত নামাজ। আর বাকি ২ রাকাত নামাজ হল ফরজ নামাজ।

ফজরের নামাজের যে ২ রাকাত সুন্নত নামাজ আছে তা সুন্নতে মুয়াক্কাদা নামাজ। এই সুন্নত নামাজ বাদ দিলে গুনাহ হবে।

 

ফজরের নামাজের সময়

 

আমরা জানি যে প্রতিটা নামাজ এরই নির্দিষ্ট ওয়াক্ত আছে। আর এই ওয়াক্তের ভিতরি আপনাকে নামাজ পড়তে হবে। ফজরের নামাজেরও ওয়াক্ত আছে। তা হল সুবহে সাদিক থেকে শুরু করে সুর্যদয় পর্যন্ত ফজরের নামাজের সময়।

সুবহে সাদিক বলতে বুঝায় আকাশে যে সুর্যদয়ের সাদা আভা দেখা যায় সেই আভাকে সুবহে সাদিক বলে।  মোটামুটিভাবে ফজরের নামাজের সময় থাকে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মত।

 

ফজরের নামাজের উত্তম সময়

অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ফজরের নামাজের উত্তম সময় কোনটা। আমি যতদুর জানি প্রতিটা নামাজের জন্য উত্তম সময় হল আওয়াল ওয়াক্ত। আওয়াল ওয়াক্ত বলতে বুঝায় নামাজের ওয়াক্ত শুরু  হবার সাথে সাথে নামাজ  পরে নেওয়া। হযরত উমর রা. যখন শহিদ হন তখন তিনি আওয়াল ওয়াক্তে নামাজ পড়াতেন। তখন অন্ধকারের ভিতরই নামাজ পড়ানো হত।

যদিও আমাদের দেশে শেষ সময়ে ফজরের নামাজ পড়ানো হয়, তবুও ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবার সাথে সাথেই নামাজ পড়ে নেওয়া উত্তম।

টিপসঃ  যদি আপনি চান আপনি ফজরের নামাজের সময় আওয়াল ওয়াক্তে নামাজ পড়বেন তাইলে আপনার দুইটা লাভ হবে। প্রথমত আপনি ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবার ৩০ মিনিট আগে উঠে তাহাজ্জুদ নামাজ পরতে পারেন। এর পর কিছুক্ষন বিভিন্ন আমল করে ফজরের নামাজ আদায় করে ঘুমাতে পারেন।

 

ফজরের নামাজ কিভাবে পড়তে হয়

আমি আগেই বলছি যে ফজরের নামাজ দুই রাকাত সুন্নত। আর দুই রাকাত ফরজ।  আমি এখন বলব ফজরের নামাজ কিভাবে পড়তে হয়?

ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়মঃ

ফজরের যে দুই রাকাত সুন্নত নামাজ আছে তা হল সুন্নতে মুয়াক্কাদা যা কিনা ওয়াজিবের কাছাকাছি। এই নামাজ অন্যান্য সাধারণ দুই রাকাত নামাজের মতই।

ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়মঃ 

  1. প্রথমে নামাজের নিয়ত করে নিন।
  2. এর পর আপনি তাকবির দিয়ে নামাজ শুরু করেন।
  3. এর পর ছানা, আউযুবিল্লাহ… বিসমিল্লাহ… পড়ে নিন।
  4.  এর পর সুরা ফাতিহা পড়ুন
  5. সুরা ফাতিহা শেষ করে অন্য সুরা পড়ুন।
  6. এর পর রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করেন।
  7. এর পর দ্বিতীয় রাকাত পড়েন । দ্বিতীয় রাকাতের নিয়ম আগের মতই।
  8. এর পর বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন

আমি এখানে শুধু একটা ধারণা দিয়েছি। আপনাকে নামাজের রুকনগুলো ঠিকভাবে আদায় করতে হবে। নামাজের বিস্তারিত সব কিছু জানার জন্য কোনো হুজুরের শরণাপন্ন হন।

 

 

ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত

 

অনেক লোক  ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত জানতে চান । আসলে ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত স্পেসিফিক ভাবে নাই।তবে নামাজের শুরুতে শুধু মনে মনে এমন নিয়ত রাখতে হবে যে  আপনি কেবলা মুখী হয়ে দুই রাকাত ফজরের নামাজ আদায় করছেন।

ফজরের নামাজ আগে সুন্নত না ফরজ আগে

ফজরের নামাজের আগে সুন্নত । পরে ফরজ নামাজ পড়া উত্তম।

ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ম

 

ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ম মুলত সুন্নত নামাজের মতই। সুন্নত নামাজ যেভাবে পরেন সেইভাবেই পড়বেন। বিস্তারিত আলোচনার জন্য কোনো আলেম এর শরণাপণ্ণ হন।

ফজরের নামাজ কয় রাকাত ও কি কি

আমি আগেই বলছি যে ফজরের  নামাজ মোট চার রাকাত। এর দুই রাকাত নামাজ হল সুন্নতে মুয়াক্কাদা আর দুই রাকাত নামাজ হল ফরজ।

ফজরের নামাজ শেষে দোয়া

ফজরের নামাজের শেষে বিভিন্ন দুয়া পড়তে হয়। যেমন সুরা হাশরের শেষ তিন আয়াত, আয়াতুল কুরছি পরে শরীর বন্ধ করা, সুরা ফালাক্ব ও সুরা নাস পড়া।

আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

 

কিওয়ার্ডঃ 

ফজরের নামাজ

ফজরের নামাজের শেষ সময়

আজকের ফজরের নামাজের সময়

 

ফজরের নামাজের নিয়ম

আজ ফজরের নামাজের সময়

ফজরের নামাজ কত রাকাত

ফজরের নামাজের নিয়ত

আজকের ফজরের নামাজের শেষ সময়

ফজরের নামাজের ফজিলত

ফজরের নামাজের ওয়াক্ত

ফজরের নামাজ পড়ার নিয়ম

ফজরের নামাজ কিভাবে পড়তে হয়

ফজরের নামাজের সময় বরিশাল

ফজরের নামাজের সময়সূচী

ফজরের নামাজের সময় খুলনা

ফজরের নামাজের পর আমল

ফজর নামাজের সময় সূচি

ফজর নামাজের পর দোয়া

ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম

ফজরের নামাজ কয় রাকাত ও কি কি

ফজরের নামাজের দোয়া

ফজরের নামাজ শেষে দোয়া

সূর্যোদয়ের পর ফজরের নামাজ

ফজরের নামাজ শিক্ষা

ফজরের নামাজ নিয়ে হাদিস

ফজরের নামাজের সময় শুরু

আজ ফজরের নামাজের শেষ সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *