সম্প্রতি কিছুদিন আগে আমি জানতে পারি যে নগদে নাকি বিদ্যুৎ বিল দেয়া যায়। আর তখন আমি জেনেছি যে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম কি? তো আজকে আমি বলব নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম ও নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম কি? কিভাবে কোনো ঝামেলা ছাড়াই নগদে বিদ্যুৎ বিল দিতে পারবেন।যাই হোক শুরু করা যাক।
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।নগদে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম
এখন পল্লী বিদ্যুত, ডেসকো সহ আপনি নগদে সহজে বিদ্যুত বিল দিতে পারবেন। কিন্তু দুখের বিষয় হল অনেকেই এই পদ্ধতিটি জানেন না। যার জন্য তাদের অন্যের শরণাপন্ন হতে ও বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আমি এমন অনেক কেই দেখেছি যে তারা বিদ্যুত বিল পরিশোধের জন্য অন্য লোককে এক্সট্রা টাকাও দিয়েছেন৷ অথচ তিনি সহজে নিজের স্মার্ট ফোনটা দিয়ে এই কাজ করতে পারতেন৷ আমরা প্রথমে জেনে নিব নগদে বিদ্যুতের বিল দেয়ার খরচ কত?
নগদে বিদ্যুৎ বিল দেয়ার চার্জ
সম্প্রতি নগদ ও ডেসকোর ভিতর এক চুক্তি হয়েছে যে নগদের দ্বারা গ্রাহক সহজেই বিদ্যুত বিল দিতে পারবেন৷ এবং এর জন্য গ্রাহকের কোনো এক্সট্রা চার্জ দেয়া লাগবে না৷ অর্থাৎ কোনো টাকা ছাড়াই বিল পরিশোধ করা যাবে।
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
নগদে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম অন্যান্য পে বিল সার্ভিসের মতই। আমি নিন্মে তা বলছি।
নগদে বিল পে এর জন্য আলাদা অপশন আছে।আমরা এক্ষেত্রে এই অপশন ব্যবহার করব।
- প্রথমে নগদ এপ ডাউনলোড করুন।
- এর পর এতে লগিন বা সাইন আপ করুন।
- এর পর সিলেক্ট করুন বিল পে। এই অপশন টি আপনি নগদ এপের হোম স্ক্রিনেই পেয়ে যাবেন।
- এর পর আপনার কাছে একটা বড়সড় লিস্ট আসবে।এখান থেকে আপনি ডেসকো সিলেক্ট করুন,
- এর পর আপনি আপনার প্রয়োজনিয় তথ্য দিন। যেমন বিলের ইনফরমেনশন।
- এর পর নেক্সট এ যান ও আপনার নগদ এর পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।
- কনফার্ম করার পর আপনি একটা পিডিএফ ফাইল পাবেন যাতে আপনার বিল প্রদানের সকল তথ্য আছে।
ব্যাস, আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করা শেষ।
নগদে পল্লী বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম
নগদে পল্লী বিদ্যুৎ এর বিল দেয়ার নিয়ম উপরের মতই। তবে আপনি ৪ নাম্বার অপশোনে ডেসকো এর বদলে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবেন। আর এর পর অন্যান্য তথ্য সাবমিট করবেন। বাকি সকল প্রসেস আগের মতই।
বিল দেয়ার পর প্রাপ্ত পিডিএফ ফাইল্ কি ডাউনলোড করতে হবে?
এইটা আপনার ইচ্ছা। ঐ ফাইলটা হল আপনার বিল প্রদানের প্রমান। আমার মতে ভবিষ্যতে কোনো সমস্যার কথা চিন্তা আপনি ঐ ফাইলটা ডাউনলোড করে একটা আলাদা ফোল্ডারে রেখেদিন। এতে করে অনাকাঙ্খাকিত সমস্যা এড়ানো যাবে।
কিভাবে নগদ এপ ডাউনলোড করবো?
নগদ এপ ডাউনলোড করা খুবি সহজ। প্লে স্টোর বা এপ স্টোরে গিয়ে আপনি নগদ এপ লিখে সার্চ দিলেই এপ চলে আসবে, তখন সহজেই ডাউনলোড করতে পারবেন।