সেক্সে বিশ্ব রেকর্ড | গিনেস বুকে সেক্সে বিশ্ব রেকর্ড video

দুনিয়াতে কত আজব জিনিস জানেন বা শূনছেন। কিন্তু কখনো কি ভাবছে যে কেউ সেক্স করের বিশ্ব রের্কড করছে।

আসলে সেক্স জিনিসটা আমাদের গোপনীইয় জিনিস হলেও আমরা সেটাকে অনেকটা পাবলিক করে ফেলছি। এর জন্য এক জনের সেক্সের বিষয়টা আমাদের সামনে চলে আসছে।

গিনেজ বুক ওব ওয়ার্ড দেয়া হয় পৃথিবীর সকল অদ্ভুদ ও মেধাবী লোকেদের যারা সাধারণের থেকে বেশি সংখ্যক বার কাজটা করতে পারেন। তেমনি আপনি যদি কোনো কাজে অনেক ভাল পারদর্শী হন তাহলে আপনিও আপনার নাম গিনেজ বুকে লেখাতে পারবেন। তেমনি অন্যান্য বিষয়ের মত সেক্স বিষয়েও বিশ্ব রেকর্ডের প্রচলন আছে। তো চলুন শুরু করা যাক।

সেক্সে বিশ্ব রেকর্ড | গিনেস বুকে সেক্সে বিশ্ব রেকর্ড

শুরুতেই আলোচনা করবো একজন পর্ণ তারকাকে নিয়ে যে কিনা দিনে প্রায় হাজার বার সেক্স করেছিলো।

একদিনে ৯১৯ পুরুষের সঙ্গে সেক্স!

মার্কিন পর্ণ তারকা লিসা স্পারক্স ২০০৪ সালে এক দিনে অর্থাৎ ২৪ ঘন্টায় ৯১৯ জন পুরুষের সাথে সেক্স করে বিশ্ব রেকর্ড করেছিলেন। মজার ব্যাপার হল তিনি এই কাজটা এত কষ্ট করে করেছিলেন যে আজ পর্যন্ত কেউই তার এই রেকর্ড ভাংতে পারেন নাই। আরো মজার ব্যাপার হলো ২০০৪ সাল থেকে আজ ২০২১ সাল পর্যন্ত প্রায় ১৭ বছর হয়ে গেছে।

আর তিনি এই কাজটা করেছিলেন ২০০৪ সালের ওয়ার্ড গ্যাং ব্যাং চাম্পিয়ন শিপে। উল্লেখ্য যে গ্যাংব্যাং হল এক প্রকার সেক্স স্টাইল সেখানে দুই জনের অধিক সেক্স পার্টানার থাকবে।

এখন আপনি চিন্তা করেনতো এই চ্যাম্পিয়ন শীপের পর তার অবস্থা কেমন হয়েছিলো?

সবচেয়ে বেশি সময় ধরে হস্তমৈথুন:

হস্থমৈথুন! যারা অবিবাহিত আছে তাদের কাছে এক সাধারণ জিনিস। ছেলে ও মেয়ে উভয়েরাই এই কাজ সমান ভাবে করতে পারে। তবে কথা হল আপনি ১ দিনে কয় বার এই কাজ করতে পারবেন? সর্বোচ্চ হলে ১০ বার। কিন্তু গিনেজ বুকের রেকর্ডে সর্বোচ্চ হস্তমৈথুন এর সময় ছিলো প্রায় ১০ ঘন্টা অর্থাৎ ৯ ঘন্টা ৫৮ মিনিট। আর এই কাজ করেছেন জাপানের এক নাগরিক ম্যাসানবু সাটো। তিনি মাস্টারবেট-এ-থোন নামের এক প্রতিযোগিতায় এই বিরল কাজটা করেছেন। আর এই প্রতিযোগিতা হয়েছিলে ২০০৯ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। এই প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করে সেন্টার ফর সেক্স এন্ড কালচার নামের এক সংগঠন।

দিনে সবচেয়ে বেশি অর্গাজম:

ছেলেরা যেমন হস্থমৈথুন করে বির্যপাত করে নিজেকে ঠান্ডা করে মেয়েরা তেমনি অর্গাজম করে থাকে। আমাদের দেশের মেয়ের এমনিতেই লাজুক স্বভাবের। তাই তারা হস্তমৈথুন এর সাথে পরিচিত না। কিন্তু উন্নত দেসের মেয়েরা এর সাথে বেশ পরিচিত।

আমরা জানি যে মেয়েদের অর্গাজম হতে একটু বেশি সময় লাগে। কিন্তু এর পরেও ব্রিটিস এক নাগরিক দিনে ৫০০ বার অর্গাজম করে বিশ্ব রেকর্ড করেছেন। তার নাম জারা রিচার্ডসন। তিনি এক বিরল যৌন রোগে আক্রান্ত ছিলেন।যার জন্য তার অর্গাজম তাড়াতাড়ি হয়। আর এই কারণেই তিনি এই কাজটা করতে পারছিলেন।

উল্লেখ্য যে আমাদের দেশের মেয়েরা লাজুক হওয়ার জন্য তারা হস্তমৈথুন করে না। তাই তাদের অর্গাজম হতে একটু বেশ দেরি লাগে।

একসাথে সবচেয়ে বেশিদিন যৌনকর্ম করা:

পতিতাদের অনেকেই ঘৃণা করে। কিন্তু দিন শেষে আবার তারাই কাছে যায় তার দেহের স্বাদ নেয়ার জন্য। আর আমরা তাদের কোনো সামাজিক মূল্য দেই না। কিন্তু আপনি জানেন কি একজন পতিতাও বিশ্বরেকর্ড করতে পারে। হ্যা, নেদারল্যান্ডের দুই নাগরিক ২০ বছর থেকে পতিতাবৃত্তি শুরু করেন। এর পরে তারা এই কাজ চালিয়ে যায় ৭০ বছর পর্যন্ত। আর তারা দুই জন প্রায় সাড়ে তিন লাখ লোকের সাথে সেক্স করেছে। অর্থাৎ একবার চিন্তা করুন ব্যাপারটা কি।

সবচেয়ে বড় পুরুষাঙ্গ:

আপনার পেনিসের আকার কত? সর্বোচ্চ হলে ৫ ইঞ্চি অথবা ৬ ইঞ্চি। আমাদের দেশের পুরুষ মানুষের লিঙ্গের আকার এর চেয়ে বেশি বড় হয় না। কিন্তু আমেরিকার জোনাহ ফ্যালকন এর পেনিস এর দৈর্ঘ শুনলে আপনি রিতিমত তাকে ঈর্ষা করবেন। কারণ তার পেনিস নরমাল অবস্থায় ৮ ইঞ্চি আর উত্তেজিত অবস্থায় ১৩ ইঞ্চি হয়।

আচ্ছা একবার চিন্তা করুন, কোনো মেয়ের সাথে মিলনের সময় সেই মেয়ের অবস্থা কেমন হয়?

সবচেয়ে দূরে বীর্যপাত:

আপনি যখন মাস্টারবেট করেন তখন সর্বোচ্চ হলে কত দূরে আপনার বীর্য ফেলাতে পারেন?সর্বোচ্চ হলে ৫ ফিট? কিন্তু না  হোর্স্ট শুলজ নামের একজন লোক ১৮ ফুট ৯ ইঞ্চি দূরে তার বীর্য ফেলিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন।

আচ্ছা আপনি কি জানেন ১৮ ফুট সমান কত লম্বা? ১৮ ফুট ৯ ইঞ্চি হল একজন সাধারন উচ্চতার ৩ জন মানুষের সমান লম্বা। আরো সহজ করে বললে ১৮ ফুট ৯ ইঞ্চি হল ২ তলার সমান।

আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই। আপনারা ভাল থাকবেন। আর কোনো হারাম কাজ করবেন না। আমি এই তথ্যগুলো শুধুমাত্র আপনাদের জানানোর জন্য দিয়েছি। কোনো খারাপ কাজের দায়ভার আমার না।

ধন্যবাদ