Nimikh pane (নিমিখ পানে) bangla pdf book download


Loading...


Nimikh pane

Nimikh pane bangla pdf book download……     

নাম:- Nimikh pane bangla pdf book/নিমিখ পানে। 
Nimikh pame→লেখক:- comok hasan book download/ চমক হাসান। 
পৃষ্ঠা:- ১১৫।
সাইজ:- 29MB.
Nimikh pane/লেখক পরিচিতঃ-

comok hasan /চমক হাসান একজন বাংলাদেশী লেখক, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব যিনি গণিত সম্পর্কিত বই এবং ভিডিওগুলির জন্য সর্বাধিক পরিচিত, তিনি ১৪ টি বই প্রকাশ করেছেন এবং সবগুলিই সফল হয়েছিল। তার ইউটিউব চ্যানেল ৪ মিলিয়ন ভিউ সহ ২০০k ও বেশি গ্রাহক অর্জন করেছে।   

-২৮ জুলাই ১৯৮৬ কুষ্টিয়া রেসিডেন্স কলম্বিয়া, দক্ষিণ ক্যারোলিনা জাতীয়তাবাংলাডেশিঅ্যাকশনেশনঅগ্রিওলিওশনআইসলামউইফ ফিরোজা বিনতে ওমর শিক্ষা দক্ষিণ ক্যারোলিনা ইউটিউবের বিভিন্নতা ইউটিউব তথ্যচ্যানেলচামোকহসান সাবস্ক্রাইবারস ২০০k  মোট দর্শন 

৫ মিলিয়ন    

প্রাথমিক জীবন এবং শিক্ষা 

▪চমক হাসান ১৯৮৬ সালের ২৮ জুলাই বাংলাদেশের কুষ্টিয়ায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। চমক তার নিজ শহরে স্কুল পড়াশোনা শেষ করেন এবং তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। 

▪এখন তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া – দক্ষিণ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন। 

▪বাহক 

▪চমক হাসান ২০১১ সালে তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন তবে তিনি যথেষ্ট সফল হননি। তিনি তার ভিডিওগুলির জন্য   দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন, তাঁর সমস্ত বই প্রচুর সফল হয়েছে, তিনিও একজন পাবলিক স্পিকার। 

▪ব্যক্তিগত জীবন 

▪চমক ফিরোজা বিন্তে ওমরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তারা বার্নো মালা নামে এক শিশু কন্যার সাথে ধন্য হন।  

⚫Nimikh pane→লেখকের কথা :- 

[ Nimikh pane ]ক্যালকুলাস বা কলনবিদ্যা গণিতের সবচেয়ে নতুন বিষয় গুলোর একটি। পরিবর্তনশীল রাশি গুলোকে বুঝার জন্য এ-র থেকে চমৎকার গণিত আর হতেই পারে না। পরিবর্তনশীন রাশি কোথায় নেই? গণিত নিয়ে আরো জানতে চাও? পদার্থবিজ্ঞান?রসায়ন?জীববিজ্ঞান? সব জায়গায় দেখবে নানান রকম রাশি-যেগুলো বদলে যাচ্ছে প্রতিনিয়ত। আর সেসব হিসাবের জন্য প্রয়োজন ক্যালকুলাস।  

⚫কেন একটা কোল্ড ড্রিংকস এর ক্যান দেখতে সিলেন্ডার আকৃতির? সে হিসাব করতে লাগবে ক্যালকুলাস। নদীতে পানির প্রবাহ নিয়ে ভাবতে চাও, প্রচন্ড ঝড় কোথা থেকে এসে আগাত হানবে তার অনুমান করতে চাও, সূর্য উদয়, সূর্য অস্তের সময় কিংবা গ্রহ নক্ষত্র পথের নিখুঁত হিসাব করতে চাও?  

▪লাগবে ক্যালকুলাস।অর্থনীতির বহু হিসাব নিকাশেও প্রয়োজন ক্যালকুলাস।আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে প্রতিনিয়ত ক্যালকুলাস করতে হয় ন। 

▪কিন্তু আমাদের জীবনে বহু উপাদান অসম্ভব ছিল যদি Nimikh pane/ক্যালকুলাস তৈরি না হতো। ঘরবাড়ি তৈরি, মোবাইলে কথা বলা, কম্পিউটার প্রোগ্রামিং করা, গান শুনা কিংবা ভিডিও দেখা – সবকিছুর আড়ালে কাজ করছে ক্যালকুলাস। 

▪আমাদের দেশে ক্যালকুলাস শেখানো হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে। কিন্তু যা শেখানো হয় সেখানে মুল বিষয় টা আসলে কি বুঝাচ্ছে সেটা থেকে বেশি থাকে কি কৌশলে অঙ্ক করতে হয়।  অবশ্যই কৌশল শেখার গুরুত্ব আছে।

▪ কিন্তু একটা কৌশল কেন তৈরি হলো কোথায় ব্যাবহার হবে এগুলো না জেনে শুধু কৌশল জানলে সেটা অনেক টাই অর্থহীন হয়ে পড়ে। তার চেয়েও বড় হলো অন্ধের মত শুধু কৌশল জানতে থাকলে সৃজনশীল মন ও এক সময় চিন্তা শূন্য হয়ে পড়ে। 

▪অনেকেই অঙ্ক করার নিয়মগুলো খুব ভালো করে পারে  কিন্তু জানে না কি করছে। অথচ উচ্চশিক্ষার জন্য ক্যালকুলাসের সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।  এ বই থেকে আমি কি চাই সেটা সম্পর্কে     আমি পরিষ্কার। 

▪আমি চাই যে মানুষ উচ্চশিক্ষার জন্য ভার্সিটি তে পড়বে,  ওখানে পড়া শুরু করার আগে যতটুকু ক্যালকুলাস জানা দরকার সবটুকু যেন তার জানা থাকে। মূল ঘটনাটা যেন তার বোঝা থাকে। সম্প্রতি শ্রদ্ধেয় ড. মুহাম্মদ জাফর ইকবাল ‘সহজ   ক্যালকুলাস ‘ নামে একটা বই প্রকাশ করেছেন। 

▪যেখানে ক্যালকুলাসের ভিতরের ধারনা গুলোকে তিনি বুঝাতে চেয়েছেন। এটি একটি ছোট্ট সুন্দর বই যেখানে পাঠ্যবই পড়ার আগের ধাপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমার এই বইটি তার থেকে বড় পরিসরের। এই বইটিকে চাইলে বিকল্প পাঠ্যবই হিসেবেও ধরা যেতে পারে।

▪ ‘অল্প কথায় বলি ‘ সহজ বাংলা ভাষায় ভেঙে বলি ”গণিতের ভাষায় বলি’ আমি চেয়েছি সবগুলো ধারণাকে এই তিনটি ধাপে বুঝাতে। মাঝেমধ্যে সতর্ক করে দিয়েছি সেসব যায়গায় যেখানে মানুষের দিধাদন্ধ তৈরির সুযোগ থাকবে। খুব খেয়াল, সতর্কীকরন এই নামগুলো সেখানে ব্যাবহার করা হয়েছে।

আবার লেখক কথা:-

আন্তরিক ধন্যবাদ, প্রিয় পাঠক! অল্প কদিনেই রকমারি সাপ্তাহিক বেস্টসেলার তালিকায় সেরা দশের মধ্যে চলে এসেছে নিমিখ পানে: ক্যালকুলাসের পথ পরিভ্রমণ। 

▪একটা ক্যালকুলাসের বই সাহিত্য কিংবা অনুপ্রেরণামূলক বইয়ের সঙ্গে একসাথে বেস্টসেলার তালিকায় থাকা- এমন নজির মনে হয় সারাবিশ্বেই বিরল। এটা আপনাদের সমর্থন এবং ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না কিছুতেই! 

▪যাহোক, আমি সাফল্যে বিচলিত কিংবা বিগলিত হতে চাই না। আমি জানি, এটা একটা সূচনামাত্র। এই বইটাকে আমি আরও অনেক উন্নত করতে চাই। 

▪চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম আনন্দ নিয়ে ক্যালকুলাস শিখুক। এর জন্য আপনাদের মতামত প্রয়োজন। 

▪কী করলে বইটাকে আরও সমৃদ্ধ করা যাবে, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, কোন ছবিটা আরও ভালো হতে পারত, কিংবা কোনটা ভালো লেগেছে আমাকে নির্ভয়ে- নিশ্চিন্ত মনে জানান। 

▪যারা বইটাকে উন্নত করার জন্য মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন, তাদের সবার নাম পরের সংস্করণে কৃতজ্ঞতায় প্রকাশ করা হবে।

⚫Happy-Reading…      

⚫The theory of calculas →information from Wikipedia.

⚫ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যটি নাস্তি ক্যত যা কোনও ফাংশনকে পৃথকীকরণের ধারণাকে একটি ফাংশনকে অন্তর্ভুক্ত করার ধারণার সাথে সংযুক্ত করে। 

▪তাত্ত্বিকের প্রথম অংশটিকে, কখনও কখনও ক্যালকুলাসের প্রথম মৌলিক উপপাদ্য বলা হয়, বলে যে এন্টিডিরিভেটিভগুলির মধ্যে একটি (যা অনির্দিষ্ট ইন্টিগ্রাল বলা হয়) বলে, F বলে কিছু ফাংশন এর f এর ইন্টিগ্রাল হিসাবে ইন্টিগ্রেশনের একটি পরিবর্তনশীল আবদ্ধ হিসাবে প্রাপ্ত হতে পারে। 

▪এটি অ্যান্টি-ডেরিভেটিভস সুসংহত ফাংশন গুলির অস্তিত্ব বোঝায়।[1]  ▪বিপরীতভাবে, উপপাদনের দ্বিতীয় অংশটিকে কখনও কখনও ক্যালকুলাসের দ্বিতীয় মৌলিক উপপাদ্য বলা হয়, বলে যে কিছু বিরতিতে ফাংশন চ এর অবিচ্ছেদ্য যে কোনও একটিকে ব্যবহার করে, তার অসীম বহু অ্যান্টিডেরিভেটিভগুলির এফ বলতে পারেন তাত্ত্বিকের এই অংশটির মূল ব্যবহারিক প্রয়োগ রয়েছে, কারণ প্রতীকী ইন্টিগ্রেশন দ্বারা কোনও ফাংশনের অ্যান্টি-ডেরিভেটিভ স্পষ্টভাবে খুঁজে বের করে সংখ্যার ইন্টিগ্রাল-গুলি গণনা করার জন্য সাংখ্যিক সংহতিকে এড়িয়ে যায়। 

▪এটি সাধারণত একটি আরও ভাল সংখ্যক নির্ভুলতা সরবরাহ করে। 

⚫তাই আর দেরী না করে Nimikh pane bangla pdf book download/  বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করুন। 
⚫ধন্যবাদ। 

⚫Size:- 29MB.    

Download

  ▪বিঃদ্রঃ Nimikh pane বইটির হার্ডকফি ক্রয় করুন :- 

  ▪ rokomari.com boibazar.com daraz.com.bd 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *