১ বিলিয়ন ডলার মানে বাংলাদেশের কত টাকা? 1 Billion Dollar


Loading...


আমাদের দেশে বা বিদেশে অনেক সময়ই ১ বিলিয়ন ডলারের তহবিল দেয়  অথবা ১ বিলিয়ন ডলারের বাজেট দেয়। কিন্তু ডলার আমাদের প্রাইমারী কারেন্সি না। এর জন্য আমরা আসলে বুঝি না যে ১ বিলিয়ন ডলার কত টাকা। আপনি যদি জানতে চান যে ১ বিলিয়ন ডলার মানে বাংলাদেশের কয় টাকা তাহলে এই পোস্টটি আপনাদের জন্য।

আমরা জানি যে ১ মিলিয়ন সমান ১০ লক্ষ। আর ১০০০ মিলিয়নে হয় ১ বিলিয়ন। তার মানে ১ বিলিয়ন মানে হল ১০০ কোটি।  আমাদের দেশে এভারেজ মার্কিন ডলারের রেট থাকে ৮২ টাকা থেকে ৮৪ টাকা। আমরা যদি আজকের ডলার রেট হিসেবে কনভার্ট করি তাহলে ডলার রেট পরে ৮৪.৭৮ টাকা। (২৬ মার্চ ২০২১ অনুসারে)  । তাহলে বাংলাদেশী টাকায় এক বিলিয়ন ডলার (১০০,০০,০০,০০০) = ১০০০০০০০০০ × ৮৪.৭৮ = ৮৪৭৮,০০,০০,০০০ টাকা। কথায় বললে দাঁড়ায়  আট হাজার চারশত আটাত্তর কোটি টাকা।

 

 যদি আপনার কাছে ১ বিলিয়ন ডলার থাকত তাহলে কি করতে পারতেন?

আসলে বড় পরিসরে ১ বিলিয়ন ডলার তেমন বেশি টাকা না। কারণ আমাদের পদ্মা সেতু তৈরি করতেই লাগছে প্রায় ৪ বিলিয়ন ডলার। তবে হ্যা , আপনি ১ বিলিয়ন দিয়ে অনেক কিছুই করতে পারবেন।

১) আপনার কাছে ১ বিলিয়ন ডলার থাকলে আপনি ঢাকায় ৮৪৭৮০ শতাংশ জমি কিনতে পারতেন। আমি এখানে ১ শতাংশ জমি ১০ লক্ষ টাকা করে হিসাব করছি।  ৮৪৭৮০ শতাংশ জমি কি পরিমান জমি তা সম্পর্কে আমি হিসাব দেই।

৮৪৭৮০ শতাংশ জমি প্রায় ১৬৩০ বিঘার সমান জমি।   আমাদের দেশে সাধারণত ১ টা বাগান বাড়ি ৩০ শতাংশ হয়। কিন্তু আমি যদি একটা বাগান বাড়ি সমান ১ বিঘা হয় তাইলে আপনি ঢাকায় ১৬৩০ টি বাড়ি বানাতে পারবেন।

২) আপনার কাছে যদি ১ বিলিয়ন ডলার থাকে তাইলে আপনি আপনার সারা জীবন আর কোনো চিন্তা করতে হবে না। আপনি যদি প্রতিদিন ১০ হাজার টাকা করেও খরচ করেন তাইলে আপনি ১ বিলিয়ন ডলার দিয়ে ৮৪৭৮০০০ দিন চিন্তা ছাড়াই চলতে পারবেন।  ৮৪৭৮০০০  দিন মানে হল ২৮২৬০০ মাস বা ২৩৫৫০ বছর।  অর্থাৎ ১ বিলিয়ন ডলার দিয়ে শুধু আপনি না আপনার কয়েক প্রজন্ম বসে বসে খেতে পারবে। কয় প্রজন্ম বসে বসে খেতে পারবে জানেন? একটা সিম্পল হিসাব করে দেখাই।

আমাদের দেশে মানুষের এভারেজ আয়ু ৭০ বছর।  ২৩৫০০ বছরে আপনার প্রজন্ম হবে ৩৩৬ টা। এর অর্থ হল আপনি যদি কোনো ভাবে ১ বিলিয়ন ডলার আয় করেন তাইলে আপনার ৩৩৬ টা প্রজন্ম আজীবন বসে বসে খেতে পারবে।   কি অবাক হচ্ছেন? আসলে এরকম আরো অনেক লোক আছে যারা ১ বিলিয়ন ডলারের মালিক। এরকম উদাহরন হল বিল গেটস, মার্ক জুকারবার্গ, জেফ বেজোস , ইলন মাক্স সহ অনেক লোক। এরা যদি এখনই আয় করা বন্ধ করে দেয় তবে তারা সারাজীবন আরামসে কাজ না করেও কাটাতে পারবে।

 

 

ট্যাগসঃ
১ বিলিয়ন বাংলাদেশের কত ,
১ বিলিয়ন সমান বাংলাদেশি কত টাকা ,
১ বিলিয়ন বাংলাদেশের কত টাকা ,
১ বিলিয়ন ডলার মানে বাংলাদেশের কত টাকা ,
এক বিলিয়ন সমান বাংলাদেশের কত টাকা ,
১ বিলিয়ন ডলার মানে কত টাকা ,
1 বিলিয়ন বাংলাদেশের কত টাকা ,
১ বিলিয়ন ডলার কত টাকা ,

এক বিলিয়ন ডলার সমান বাংলাদেশের কত টাকা ,
১ বিলিয়ন মার্কিন ডলার সমান কত টাকা ,
১০০ বিলিয়ন ডলার সমান কত টাকা
১বিলিয়ন ডলার কত টাকা ,
1 বিলিয়ন সমান বাংলাদেশের কত টাকা ,
1 বিলিয়ন ডলার সমান কত কোটি টাকা ,
এক বিলিয়ন ডলার কত টাকা ,

১ বিলিয়ন সমান কত টাকা ,
১ বিলিয়ন ডলার সমান কত টাকা

 

 

 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *