ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম | ইংরেজিতে খামের উপর ঠিকানা লেখার নিয়ম


Loading...




আসলে ইংরেজিতে ঠিকানা লেখা নিজের উপর নির্ভর করে।ঠিকানায়  সাধারণত ছোৎ থেকে বড়তে যায়। যেমনঃ প্রথমে থাকবে বাসা নাম্বার, এর পর থাকবে রোড নাম্বার, এর পর থাকবে সেক্টর বা ওয়ার্ড নাম্বার। এর পর থাকবে ইউনিয়ন এর নাম। এর পর থানা এবং পোস্ট অফিসের নাম। সবার শেষে থাকবে জেলার নাম ও কোড।

আমি একটি ডেমো দিচ্ছি।

House#03, Road#12, Sector-7, Uttara,Dhaka-1230 । এইটা সাধারণত শহরের বেসিক ঠিকানা লেখার একটা স্টান্ডার্ড ফরমেট। যেহেতু গ্রামে কোনো সেক্টর বা রোড নাই সেহেতু গ্রামের ঠিকানা লেখার ফরমেট হবে এরকমঃ

House#03, Ward No. 03, Union- Kollanpur, Post Office: Kollanpur , Post Office: Metropolitan, Sardia, Gajipur.

এছাড়াও আপনি চাইলে আপনার ঠিকানায় স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা যোগ করতে পারেন। যেমনঃ

Permanent Address: House# X, Road# X, Post Office: X, Thana: X, District: Y

Present Address: House# X, Road# X, Post Office: X, Thana: X, District: Y

এছাড়া ঠিকানা লেখার আরো অনেক মেথড আছে। যেমম ঠিকানার প্রযন্তে বা care of মাঝা মাঝে ব্যবহার করা হয়। যদি পত্র লেখক কারো কেয়ারে থাকেন তাইলে এই পদ্ধতি ব্যবহার করা হয়।



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *