ফুড পান্ডা ডেলিভারি ম্যানের বেতন কত? ফুডপান্ডা ডেলিভারি ম্যান আবেদনের যোগ্যতা কি?

foodpanda delivary man salary

Loading...


বর্তমানে ফুড ডেলিভারি করে আয় করার একটা সুযোগ তৈরি হয়েছে।  ফুড ডেলিভারি কোম্পানির ভিতর ফুডপান্ডাই এগিয়ে আছে বেশী। সেই কারণেই ফুডপান্ডা ডেলিভারি ম্যানের আয় অন্যান্য ফুড ডেলিভারি কোম্পানির ডেলিভারি ম্যানের থেকে তুলনা বেশি। আজকে আমরা আলোচনা করবো ফুডপান্ডা ডেলিভারি ম্যান বেতন নিয়ে। আমরা আলোচনা করবো ফুডপান্ডা ডেলিভারি ম্যান কত বেতন পান, এই কাজ কত  আয় করা যায়? কখন বেতন দেয়? আবেদনের যোগ্যতা কি ?এসব নিয়ে।   চলুন শুরু করা যাক।

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন 

ফুডপান্ডা জব সার্কুলারঃ Foodpanda Bangladesh Job Circular 2022

ফুডপান্ডাতে ডেলেভারি ম্যানের বেতন নির্দিষ্ট না। এদের ইনকাম তাদের ফুড ডেলেভারির উপর নির্ভর করে।

 তবে ৫ ঘন্টায়ে ৪০০ বা ৫০০ টাকার মতো ইনকাম করতে পারবেন। এই আয়ের পরিমাণ ডেলিভারির উপর নির্ভর করবে।ফুড পান্ডাতে পারফরম্যান্স অনুসারে ব্যাচ নির্ধারণ করা হয়ে থাকে। এই ব্যাচ হয় মোট ৪ টি প্রথম ব্যাচে প্রতি অর্ডারে ৩৮ টাকা , দ্বিতীয় ব্যাচে প্রতি অর্ডারে ৩৬ টাকা পাওয়া যায়।

 

যদি ভাল অর্ডার পান  তাইলে সপ্তাহে ৩ হাজার টাকাও আয় করতে পারেন। তবে এভারেজ সপ্তাহে ২ হাজার এর মত আয় হয়ে থাকে  সবার ।

নিচে আমি ফুডপান্ডার শিফট নিয়ে একটা পিক দিলাম বুঝার জন্যঃ বড় করে দেখার জন্য পিকে ক্লিক করুন।

 

ফুডপান্ডাতে ডেলিভারি ম্যান হিসেবে আবেদন  করার যোগ্যতাঃ 

 

ফুডপান্ডাতে ডেলিভারি ম্যান হিসেবে আবেদন করেতে আপনাকে নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে।

 

  1. ন্যাশনাল আইডি কার্ড / যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাইলে জন্মনিবন্ধন দিয়েও হবে।
  2. পাসপোর্ট সাইজের পিকচার- ২ কপি।
  3. আপনাকে অবশ্যই সাইকেল বা  মোটরসাইকেল থাকতে হবে।
  4. একটা এন্ড্রোয়েড ফোন থাকতে হবে।
  5. ম্যাপ ব্যাবহার করা জানতে হবে।
  6. ইমেল ঠিকানা

এর পর আপনি https://rider.foodpanda.com.bd/ এই লিংকে গিয়ে আবেদন করতে পারেন।

এর পর অঞ্চল ভিত্তিক অফিসে যোগাযোগ করলে আপনাকে  টি শার্ট , ব্যাগ , আইডি কার্ড দিয়ে দেবে।

 

তবে এই সরঞ্জাম পাওয়াই অনেক কঠিন । তারা এলাকায় চাহিদার উপর ভিত্তি করে নিয়োগ দেয়।  এর জন্য চোখ কান খোলা রাখলেই সহজে পাওয়া যেতে পারে।

 

ওদের কাজ হল শিফট ভিত্তিক। এক শিফট হল ৬ ঘন্টা। এই এক  শিফটে একজন লোক এক হাজার পর্যন্ত আয় করতে পারে ( কাস্টমারের টিপস সহ)। #ফুডপান্ডা ডেলিভারি ম্যান বেতন

 

ফুডপান্ডা জব সার্কুলারঃ Foodpanda Bangladesh Job Circular 2022

আপনার ফোনের যা যা থাকতে হবেঃ

  1. আপনার ফোনের এন্ড্রোয়েড ভার্শন ৬.০০ থেকে ৯.০০ হতে হবে। নইলে জব পাবেন না।
  2. আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতেই হবে।
  3. আপনার ফোনে জিপিএস থাকতে হবে।
  4. আপনার পাওয়ার ব্যাংক থাকতে হবে।

এইবার দেখি আপনার স্কোর কিভাবে পাবেনঃ

  1. আপনি যদি আপনার শিফটের ফুল টাইম কাজে লাগাতে পারেন তাইলে আপনি ৫০% স্কোর পাবেন। আর যদি না পারেন যেমন অনুপস্থিত থাকে বা এরকম কিছু তাইলে আপনার স্কোর মাইনাস হবে।
  2. আপনি যদি সাথে সাথে অর্ডার রিসিভ করেন তাইলে আপনি ৩০% স্কোর পাবেন।
  3. এর পর যদি আপনি দুপুর ১২ টা থেকে ৩ টা আর সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টার শিফট নিয়ে কাজ করেন তাইলে আপনি পাবেন এক্সট্রা ২০% স্কোর।

এভাবে আপনার মোট স্কোর হিসাব করা হবে।  অধিকতর সুবিধার জন্য আমি নিচে ভিডিও দিয়ে দিচ্ছি।

ফুডপান্ডা ডেলিভারি ম্যান এর কাজ কি? 

ফুডপান্ডা ডেলিভারি ম্যানের কাজ হল অনলাইনে অর্ডারকৃত খাবার কাস্টমারের থিকানায় পৌছে দেওয়া। এক্ষেত্রে তার সময়জ্ঞান থাকা অবশ্যক। এর জন্য তিনি প্রথমে দোকান থেকে খাবার কালেক্ট করবেন। পরে তিনি কাস্টমারের ঠিকানায় খাবার পৌছে দেবেন।

ফুডপান্ডা জব সার্কুলারঃ Foodpanda Bangladesh Job Circular 2022

Tags:

ফুড পান্ডা ডেলিভারি ম্যান বেতন

ফুড পান্ডা বেতন,

ফুড পান্ডা ডেলিভারি ম্যান,

ফুডপান্ডা বেতন কত,

ফুড পান্ডা রাইডার বেতন,

ফুডপান্ডা রাইডার আয় কত,

ফুডপান্ডা রাইডার বেতন,

ফুড পান্ডা ইনকাম

ফুডপান্ডা রাইডার আয়

ফুডপান্ডা ডেলিভারি ম্যান

ফুড পান্ডা ডেলিভারি

ফুডপান্ডা আয় কত

ফুড পান্ডা

ফুডপান্ডা আয়

ফুড পান্ডা ডেলিভারি ম্যান নিয়োগ

ফুড পান্ডা কি

ফুড ডেলিভারি করে আয়

ফুড পান্ডা চাকরি

fodpanda

ফুড পান্ডা জব

foodpanda bogra

ফুডপান্ডা চাকরি

ফুড পান্ডায় চাকরি

ডেলিভারি ম্যান চাকরি

ডেলিভারি ম্যান নিয়োগ 2022

ফুডপান্ডা নিয়োগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *