Loading...
ফিলমেট এর অনেক ব্যাবহার আছে। এই ট্যাবলেট অনেক সময় আমাশয়ের জন্যও খায়। আবার এইটা পাতলা পায়খানার জন্যও খায়। এমিবিক আমাশয় হলে এই ঔষুধ খাওয়া যায়।
আপনার সমস্যা আপনি নিচের কমেন্ট করে জানালে আমার পক্ষে বলা সহজ হত যে আপনি এই ওষুধ খাবেন কি না।
তবে সাধারণত ফিলমেট ৪০০ সাধারণত পাতলা পায়খানা এর জন্য খায়।
৪ মাসের গর্ভাবস্থায় আমাশয় হলে ফিলমেট ৪০০ খাওয়া যাবে কি
আমার গলায় এলার্জির জন্য ফিলমেট ৪০০ ডক্টর দিচেন।খাওয়ার পর শরীর ফুলে যাচ্চে কি করব